Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

ধন্যবাদ ও কৃতজ্ঞতা
Latest Feeds

ধন্যবাদ ও কৃতজ্ঞতা 

#ধন্যবাদ ও কৃতজ্ঞতা
গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে প্রিয় শিল্পীদের কাছে উপহার সামগ্রী এবং অর্থ সহায়তা পৌছে দিলেন সংগঠনের অর্থ সম্পাদক নুর এ আলম নয়ন, দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজাত শিমুল।
ধন্যবাদ আপনাদের।

#তবে বিশেষ ধন্যবাদ অবিদ রেহান কে। যখনিই ডাক পেয়েছেন সংগঠনের, মোটর সাইকেলে ছুটে এসেছেন। এই দূ:সময়ে সংগঠন কে অসাধারণ সেবা দিয়েছেন।
এছাড়া ও এই কাতারে আরো আছেন আশরাফুল আশীষ, মো আব্দুল হান্নান এবং এনামুল হক। যারা সংগঠনের দায়িত্বশীল কেউ না হয়েও সংগঠনের এই মহৎ কাজে সম্পৃক্ত হয়ে শিল্পীদের পাশে ছিলেন।
স্যালুট আপনাদের সবাইকে।।

#এবার আসি নেপথ্যের যাদের ধন্যবাদ দিতে হয়। প্রথমে সংগঠনের আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি। যার দপ্তর থেকে, যার আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসায় এই কাজটি ত্বরান্বিত হয়েছে। এক কথায় নেপথ্যের একজন নেতৃত্বদানকারী যোদ্ধা।

#তারপর..
সংগঠনের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, যাদের অনস্বীকার্য ভূমিকার কথা আর নাই বা বললাম। তাঁরা দুজন সব সময় মাথার উপর ছাতার মত কাজ করে যান।
নেপথ্যে আরোও যারা কাজ করেছেন সংগঠনের কার্য নির্বাহী কমিটির সদস্যরা …সবাই কে ধন্যবাদ ও ভালোবাসা।।

#এবার আন্তরিক ধন্যবাদ,কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রিয় অভিনয়শিল্পী আপনাদের প্রতি, যারা উপহার সামগ্রী এবং অর্থ সহায়তা দিয়ে সংগঠনের এই মহৎ কাজ টি কে সহজ করে দিয়েছেন।

#ধন্যবাদ তারিক স্বপন। প্রতিদিন রাতে কাজ শেষে এই টিম কে নিজের বাসার সামনে নিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছেন।
সর্বশেষ ধন্যবাদ মনিরা মিঠু আপনার জন্য। এতো রাতে কষ্ট করে টীমের সাথে যুক্ত হয়েছেন এবং উপহার বুঝিয়ে দিয়েছেন।

এভাবেই বেঁচে থাকুক শিল্পী ও সংগঠনের প্রতি শিল্পীর ভালোবাসা।
জয় হোক অভিনয় শিল্পীদের, জয় হোক অভিনয়শিল্পী সংঘের।।

Related posts

Leave a Reply

Required fields are marked *

Copyright © 2020 Actors Equity. All Rights Reserved.